তুমি কি ঘুমিয়ে পড়েছ ? এবার ঘুমাবো আমি , সে
স্বপ্নের পথ ধরে হাটতে হাটতে পৌছব - জান ,
তুমি কত দামী ! যেখানে প্রশ্ন থাকবে অনায়াসে
মৃত - মাত্রাও থাকবে না , যাব সে দেশেই যখন ।
আজ কোন সুন্দর ফূলও আমি চাই না , তোমার
মত সুন্দর কিছুই যে নেই কাছে ! আজব লাগে
নিজেকে যারা সুন্দর ভাবে তোমার সাথে , আবার
জাগবে আজ স্বপ্নের ভিতর - একটি বার চলো ।
ওই....ওই যে বড়গাছ টা - বটবৃক্ষ যার নাম ,
মুলে তার শিকড় গুলি ব্যস্ত খনিজ ও জলের
সন্ধানে , সাধক আসে তারই কাছে তিমিরে !
শিকড় অবিরত ব্যস্ত খাদ্য অন্নেষণে - তার
সাথে ধ্যানমগ্ন তপস্বী - শিকড়ের সন্ধানে ! ক্ষণ
যখন তখন - ঘুমোতে দাও গো আজ তব সনে ।