তুমি আমি আর আমাদের ব্যবধান
গাছের পাতারা আর গাছের শিকড়ের স্থান  
এই বিশ্ব ব্রক্ষ্মান্ডের জমিন আসমান।

ব্যবধান মাঝে নাম, কারণ অকারণ
যৌবন-বার্ধক্য, শিক্ষা-অশিক্ষা আরও অনেক ধরন।

ভুলে থাকার দায় কেবল তোমার আমার নয়
জগৎ সংসারে নিত্য আছে সৃষ্টি-প্রলয়,
মাঝখানে কিছুকাল তুমি আমি ডান-বাম
কিন্তু তবুও ত মনে রাখি মনুষ্য জাতির নাম।

তুমি ভুল বুঝ নাকো, প্রিয়
ব্যবধান বিচ্ছেদ তবু সে এক সুতোয় বাঁধা, জানিও।

হয়ত তুমি সুমেরুতে সকাল দেখ প্রাতে,
আমি থাকি কুমেরুর আধার রাতে
আমাদের নিত্য বয়ে চলা চলে সূর্যের অভিমুখে।          
  
চলো ভুলে যাই আছে যত ব্যবধান বিচ্ছেদ শোক,
আমাদের প্রতিটি দিনের ভাবনারা এক হোক।

হারানো প্রতিটি দিনের শেষে আছে আগামীর হাজার আলোক।