ক্রোধ হতাশা ক্ষোভ
মাঝে মাঝে জানাই বিক্ষোভ
জীবন মানে কি - কেবল
মৃত্যুর দিকে ধেয়ে যাওয়া
প্রেম মানে কি - কেবল
তোমার দিকে ফিরে ফিরে চাওয়া ।
বৈতরণীর খোজে সহবাস-একফালি রোদ
বিষন্নতার মাঝে নৈবেদ্য সাজানো ভোগ
উত্সর্গে অঞ্জলি সমার্পণ করি
মনের কোনে তবু সহমৃতা মেঘেদের বিচরণে
নিরুত্তরের বুকে কেবল তাই আগমনী ধরি
সুচির- অযত্নে পড়ে থাকা প্রেম চলে সহমরণে ।