আমি জানতে চেয়েছি...
সাগরতীরে জোৎস্নাআলোয় একক ভাবনায় ।
সমুদ্রতীরেই একটু ওই দুরে ....!
চিতার আগুনে জ্বলন্ত শরীর ,
কাঠের আগুনের ছাই আর
উড়ন্ত বাতাসে ভাসমান বিলীন হওয়া
দেহাংশ ,মাথার উপর ।
কাছে এসে - চিতার লেলিহান শিখায়
কিছুটা ঘর্মাক্ত আমি ।
আমি ,তাকিয়েছি কালো ধোঁয়া
আর উড়ন্ত ছাইয়ের ভিতর দিয়ে
নীল ওই নীলদিগন্তের দিকে ।
আমার একাকীত্ব - আমার উদাসী মন ,
পলকে বাতাসে ভাসমান
আমারই চারিদিকে , আমায় ছুঁয়ে
ফেলছে মাঝে মাঝে যখন তখন ,
আমার অনুভবে - একাকীত্ব ধায় !
আমার চারিপাশে সুগন্ধী ফুলে ভরা ,
ওই ফূল গাছে - প্রতিদিন কুড়ি !
প্রতিদিন কুড়ি হতে ফুলে আর
ঝরে যাওয়া ফুলের শেষে ,আবার
নতুন ফুলের সুগন্ধ, এই সুবাতাসে !
আবার তুমি ছুঁয়ে দাও আমায়,
অনন্তকালের তোমার ওই মিষ্টি দুটি ঠোটে !
আমার দুই গালে - আমার কপালে ,
আমি জানতে পেরেছি প্রেম...
বুঝতে শিখেছি ভালবাসা ,
আজও শুধু তোমার জন্যই বাঁচতে চাওয়া,
আর বাঁচার স্পর্ধায় মেশা !