গতকাল ঝড়ের জলোচ্ছ্বাসে ভেসে
গেছিল , সমুদ্র তীরের এই জঙ্গল টি ।
একটি হরিণের দল হেঁটে চলেছে ,
সকলের গায়ে লেগে আছে কাদা
দেখে বোঝাই যাচ্ছে সকলেই ক্লান্ত ।
সকল ঘাসের ক্ষেত বালি আবরণে ,
দুটি হরিণ একে অপরের নাকে নাক
ঠেকিয়ে গন্ধ শুঁকে নিচ্ছে ।
কি আশ্চর্য ! ওদের দুজনকে দেখে
বড্ড বেশি প্রাণ চঞ্চল লাগছে
ওদের ও কর্দমাক্ত শরীর , কেন জানিনা
ওদের ক্লান্ত লাগছে না একটুও !
ঝির ঝির বৃষ্টিতে শহরের নির্জন রাস্তা
নিয়ন বাতির আলোয় বড্ড চকচকে ,
এই মাঝ রাতে সকল বাড়ির দরজা -
জানলা বন্ধ । মানুষেরা ঘুমাচ্ছেন ।
বহু মানুষ গৃহহীন , বাঁধ ভেঙ্গেছে
গ্রাম ভেসেছে , ভাঙ্গা বাঁধের উপর
সংসার পেতেছে মানুষের দল । জোৎস্না
রাতে , চারিদিকে জলের শব্দ কেবল
কল্ কল্ ! খবর পেয়েছেন ওরাও
আগামি সকালে আসবেন নামী দামী
অভিনেতা - অভিনেত্রী ত্রাণের কাজে ,
পাঠাবেন যাঁরা তাঁরা রাজনৈতিক দল ।