এখনও আমাদের পথ
ঐ কৃষ্ণচূড়ায় বেছানো
এখনও আমি আদরে জড়ানো
চল - মেপে দেখি ঐ সমাজ গুলো
যেখানে হারিয়েছি আমাদের প্রেম
আবার একবার চল
আমায় দিয়েছে আবার
ঝড়ে ভেঙে যাওয়া বন্দরে
আনেক গভীর রাতে
তোমার শরীরে বুনতে বীজ
তোমার গালে চোখের জল
আমি থামাতে পারিনা
তোমার ভালবাসা
আজ রাতে কেবল চল থাকি পাশাপাশি