১
আমিও ছুটছি আপনাদের মতো
দিনবদলের স্বপ্ন নিয়ে বুকে
একই ভাবে শিহরিত হতে হতে
করোনা নামের সংক্রামক পারবে নাকো ছুঁতে ।
২
বৃষ্টিহীন মেঘলা দিন ক্লান্তিহীন
এই শরীর জুড়ে রক্ত আগুন
আজ সীমাহীন আকাশ তোমার আপন
ওই শঙ্খচিলের ডানায় আমার জীবন যাপন ।
৩
এই লোকালয়ের ভিড়ে
সুখ - দুঃখ আর লুকানো চোখের জল
ও চাঁদ তুমি আলোকিত করো কবিতা সকল
নিরবিচ্ছিন্ন মৃত্যুপুরীর ডাক তবুও জীবন সচল ।
৪
উবে যায় সময় বয়স বাড়ছে ঠিক
দেশের বয়স বাড়ে আর বাড়ে মানুষের লুকানো ক্ষোভ
মফস্বলের হাসপাতালেও বাড়ছে রুগীর মনে লোভ
স্বাধীনতা আছে রক্তদাগ মুছে যাবে থাকবেনা বিক্ষোভ ।
৫
আমার শরীরে নবযৌবন নাড়াচাড়া দেয় মাঝেমাঝে
আজ ভোরে যাদের কাছে যৌবন এসেছিল
আমি ঠিকানাহীন তাদের নেব কিনে তবু রাখি চালে
উজ্জ্বলতা আমার পাঁজর ভেঙে দাও শিরদাঁড়া দেয় বলে।