খুজিস রে মন কোন সে ঘোরে
দেখরে তুই আপন হৃদয় পরে
আছে সেথায় বিশ্ব আসন পাতা।
চাইনা রে আজ মন্দির কাবা
পাবিনারে মন্দ যেবা,
ভালবাসার মানুষ তোরে
নেবে আপন করে।
খুজিস রে মন কোন সে ঘোরে
দেখরে তুই আপন হৃদয় পরে
আছে সেথায় বিশ্ব আসন পাতা।
ঘুচিয়েনেরে দ্বিধা দর্প
চিনেনেরে ঋজু সর্প,
প্রগতির গতি প্রকৃতি
যায়রে ভেসে কালের স্রোতে।
খুজিস রে মন কোন সে ঘোরে
দেখরে তুই আপন হৃদয় পরে
আছে সেথায় বিশ্ব আসন পাতা।