অমৃত লোকের লোভে বিধাতারে করি বিদ্রূপ
বিদ্রোহাচরণে মত্ত বিদ্যাহীন বিদ্যার্ণব যত !
বিধি উঠিল হাসি - আজ বিধর্মী কহিব কারে ?
যত ছিল মহামানবের দান, নয় কি বিধায়ক সমান ?
বিষম বিষদন্ত সাথে আজ অট্টহাসির ফোয়ারা
বিষম , কভু শান্তিতৃষ্ণা নাই , সেও বিধির রচনা !
কালের মহা - পারাবারে মানুষ গড়েছে প্রাচীর
কাল কভু থামে নাই , ভিটামাটি - রুটি রুজির ।
তুমি আজ রচিয়াছ সৃষ্টি
মানব ধর্মের সিংহাসন তরে ,
আজও মানব মুক্তিকামী , তাই রচ
তুচ্ছ করি বিভেদেকামী ধর্মের বিদ্বেষেরে।
দূর্গমেরে করিতে জয়
কালের বক্ষে রুদ্ধ যে আলোক ,
তারে আনো প্রাণের অভিলাষে
তব জয় হোক , জয় হোক , হোক জয় ।