বাংলা আমার আশা
বাংলা আমার দিশা
বাংলা আমার ভাষা
বাংলা আমার ভালোবাসা ।

আমার গর্ভধারিণী এই বাংলার নারী
তোমায় ভুলতে না পারি
আজ ২১ শে ফেব্রুয়ারি
বাংলা তোমার জন্য আজও প্রাণ দিতে পারি ।