মাতৃগর্ভ থেকে বহমান সে ভালবাসা
আজও বহমান আমার শিরা উপশিরায় ,
মায়ের বুকের দুধ ছুয়েছিল আমার ঠোঁট ।
প্রতিনিয়ত দিনের আলোয় দেখেছি
মানব সভ্যতার আমার এ মাতৃভূমি ,
ফুলের গন্ধে সবুজ ঘাসের বুকে-শুয়েছি
আজো প্রাণ ভরে নিচ্ছি নির্মল সুগন্ধি সে বাতাস ।
আমার ঠোঁটে আজ জলন্ত সিগারেট
অভিমান সাথে এ বিশাল আঙিনায় আমি আজ একা ,
আমি তিলে তিলে ক্ষয়ে যাচ্ছি
আর গড়ে উঠছে এক সুবিশাল মানব সভ্যতা ,
আমার অবিরাম ঝরে পরা চোখের জল
তাঁকে দেখে বৃষ্টি বিন্দু মনে হয় তখন ,
এ প্রকৃতির সকল প্রাণ – নিজেকে দেখতে পায় যখন ।
আমি ভয় পাই বিচ্ছেদের মোহ !
যদিও বিচ্ছেদ আমার চিন্তাকাঠামো নয়
বৃষ্টি জলে ভিজে যাওয়া অন্তর্বাসহীন কিশোরীর দেহ ,
আজ ধর্মের রক্তচক্ষু আর বিশ্বরাজনীতির রক্তশীলা ঝড়ে ক্ষত বিক্ষত হয় ।
আমার আমিকে আমি রক্তাক্ত দেখেছিলাম বাংলায় –পাঞ্জাবে আজ সিরিয়ায় ,
আমার তোমার আত্ম-প্রকৃতি চেতনা হয়ে সভ্যতায় মিশে যায়
সুন্দর সে জীবাশ্মের কথারা কবিতা হয়ে সেথায় মনুষ্যজাতীর পদরেণু আজো চায় ।
প্রকৃতির জল-বাতাস-আলো ছুটে চলে
এ পৃথিবীতে যত প্রাণ আছে সে দিশায় ,
জীবন্ত মানুষগুলি আজও নির্জনে অসহায়
অরণ্যের বুকে সবুজ পাতারা জাগে – হলুদ পাতারা ঝরে যায়,
পৃথিবীর বুকে আজ চারিদিকে ধর্ম সংকটের ছায়ায়
আমার ভবিষ্যতের পথের দিকে পিছন করে সেলফি তুলে দাড়াই ,
বিস্ময়ে হতবাক কেবল আধুনিক অস্ত্রে মানুষ ক্ষত বিক্ষত সেথায় ।
নিজেই আয়নার সামনে দাড়িয়ে থাকি নিশ্চুপ কখনও কখনও
আবার প্রশ্নও ছুরে দিই আয়নার দিকে ,
যাকে দেখতে পাচ্ছি সে কি মানব সভ্যতার অংশ নয় ?
নাকি তারাই বেশি শক্তিমান !
যারা মানব সভ্যতার শিরদাঁড়ায় অজস্র গুলি বর্ষণ করতে পারে ,
আজ ধর্ম না রাজনীতি কে বড় ? ইম্প্রেশন থেকে এক্সপ্রেশনে
প্রশ্ন থাকে - সময় সময় কেবল উত্তর বদলে যায় বিশ্ব সাহিত্যের আঙিনায় !
আমার বেঁচে থাকার আঙিনায় বিশ্বাস বদলায় !
এক জমাট অন্ধকার বুকে চাঁদ জেগে ওঠে
পৃথিবীর আরেক প্রান্তে অন্ধকার গিয়ে আশ্রয় নেয় ,
সেখানেও শহরে তখন নিয়ন আলো জ্বলছিল
মরুভূমির বুকেও নদী বয়ে চলে যেমন নির্দ্বিধায় ।
আমিও আলো কিংবা অন্ধকারের মাঝেও সহবাস করেছি
আবারও নিজেকে দেখি , বুঝি নারীরাই প্রেম –প্রীতির জন্মদেয় প্রথমে ।
তোমাদের এই ফুলের শহরটি হয়ত আর থাকবে না ,
বিশ্বের প্রতিটি শিশুর যুদ্ধমৃত্যু
আমার শরীরের প্রতিটি কোষ গুলিকে ক্রমশ মৃত বলে ঘোষণা করছে ।
হয়ত আরো মৃত্যু আমাকে একদিন প্রথমে পঙ্গু করে দেবে ,
হয়ত তার আরও কিছু পরে আমার ধর্ম সহিষ্ণু দেশ আর্তনাদ করবে !
আর আমার আপোষহীন প্রকাশ তোমাকে ব্যস্ত করবে
তোমার লাশকাটা ঘরে আমার শরীর ব্যবচ্ছেদে ।