আমার আজ স্বপ্নগুলো আর আসছে না,
সম্পূর্ন পাথর সম্রাজ্যে উপর দিয়ে হেটে চলেছি ,
নাস্তিকবাদের প্রবর্তকরা শেষদিনেও ঈশ্বর কে ডেকেছিলেন !
সৃষ্টিকর্তার সৃষ্ট আমি - থাকতে হবে সৃষ্টির সন্ধানে জানি ।
আমাকে আজ আবার স্বপ্নগুলো দেখতেই হবে,
এই পাথর সম্রাজ্য নিচে আমি খানিকটা মাটি দেখতে পাচ্ছি !
কিছুটা দূরে অনেক অনেক জল - নিজে পান না করে জলজদের বাচাতে হবে ,
নিজেকে শ্রমিক না বললে ওরা আমার আহার বন্ধ করে দেবে - শুনছি ।
স্বপ্ন - তোমারও কি আজ অনেক নাম ?
তোমাকে দেখে, লাজ - সরম্ এর অভিধানিক মানে বদলাতে হবে !
চাবুকে চাবুকে ক্ষত বিক্ষত আমার শরীর - যে রক্ত ঝরে পড়ছে তার কি দেব দাম ?
করব জয় একদিন এর মানে কি মৃত শরীরের উপড় দাড়িয়ে পতাকা দেখাবে - তবে ?
আমার স্বপ্ন আজ আসেনি, তবে পাশে ছিল অনেকক্ষন !
পুরানো স্বপ্নগুলো ট্রয় নগরীর প্রাচীর ভাঙতে ভাঙতে সে পথেই মিশে গেছে ।
শীততাপ নিয়ন্ত্রিত আমার চারিপাশ - একলা ঘর সারাক্ষন ,
আমার নিথর দেহটা শায়িত থাকবে অনেক্ষন, তোমরা কি নিজেকে জীবিত পার ভাবতে ?