আমার কৃষ্ণচুড়ার নতুন পাতারা
এ পৃথিবীর বুকে জন্মাতে শুরু করেছে
তাদের জীবনের নতুন সূর্য, দেয় আলোর রেখা
এ পৃথিবীর প্রকৃতি তাদের ভাগ্য লিখেছে।
আমার বেদনা আমার পরিচয় জানতে চায়
কবিতা আমাকে দিয়ে কিছু শব্দ লেখায়
শব্দরা ছুটে আসে, কবিতার শরীরে
কবিতা জানতে চায়-বেদনা কি জন্ম দিল আমারে?
আমি তারে বলি-সে তো প্রেম আমার
সে বলে-সূর্য আর প্রকৃতি, তাদেরও দরকার
পাতায় পাতায় যে কবিতা লেখা থাকে
আমি ভাবি! তারাও কি চেনে আমাকে?