আমাকে তুমি কখনও কষ্ট দেওনি
সে কথা হলফ করে কখনই বলতে পারব না ।
তবে তুমি না থাকলে আমি যে জন্মান্তরে ...
মানুষ চেনার দায় থাকুক - তুমি মনুষত্ব ।
দিক হতে দিকে অগ্নি - নৈঋিৎ
মানুষ খোজে বসন্ত - পলাশ , শিমুল
রাজ্য শাসন খেলায় রপ্ত হতে পারিনি আমি ।
বোঝে তারাও বারুদে আগুন খেলায় - ধ্বংস যাদের জন্মভূমি ।
আমি কোকিলের ডাক শুনি - সকাল সাঁঝের বেলায়
আবার তোমার দেশের বোমারু বিমান - যে চালায় !
আমার দেশেও সন্ত্রাসিরা যখন তোমার বুকে রাখে আগুন
ঠিক ভুল বোঝে না - ফতোয়া সমীকরণ ...
আমার পৃথিবীতেও ফুল ফোটে - সন্তান তারা
নিথর হয়ে যাওয়া মুখ শিশুটির - শরীরে কয়েকটা বুলেটের ক্ষত।
আরও ধংস হতে থাকে মানুষের স্থাপত্যের সভ্যতা
আমার হাতে ক্ষমতাটা আসলে চাই - না জিতলেও সভ্যতাকে দাও দগ্ধ ঘা ।
শিয়া কিংবা সুন্নি এ শব্দের ব্যঙ্গ করতেও - পুরুষ আর গৃহযুদ্ধে
চোখে জল ভরে আসে - আমার আর্তনাদ - আমার চিৎকার
কেবল মৃত শরীরটা সন্ত্রাসবাদী, বিদ্রোহী, নিন্দার ফসল হয় না ।
মনুষ্যত্বই আমাকে কষ্ট দেয় - ক্ষত বিক্ষত, নিঃসাড় শিশুগুলি যে আমার স্বজাতি ।