তুমি তো তোমার আঙ্গুল ভিজিয়ে নিয়েছিলে ,
বসন্তের সে অকাল বর্ষনে !
আমি বাতাসে ফুলের গন্ধ পাই
জীবন হাতড়ে ফিরি যখন বাতাস সন্ধানে ।
আজ আমার কোন গোধূলি কিংবা রাত্রি নেই
আমাদের আরশি দেখায় যখন-জীবনের মানে ।
দেখ ফিরে যায় আমাদের সূখ - দূখের ফেরীওলা
আজও ওরা ব্যবসায়ি,ওরা আর আমাকে ডাকবেনা
বিকৃত মানে আমার ধার ধারবেনা, জানি
কবিতা দিয়ে ব্যবসা কতটা হবে - প্রশ্ন,বলে জানো ।
অভ্যাসে ওই পথে আজও স্পার্মেদের মুক্তধারা
জনক - জননীর ডাকে একদিন সে দেবে সারা,
কবিতাও তুমি জীবিত থেকো- সারা সকাল ভোরে ।
আমি আজও কিছু নই - তুমি ছারা !