তুমিই তো আমায় সাবালক বলে ছিলে !
হে পথ ! তুমি আমার পর্ণ কুঠীর হতে
আজ রাজপথ ধরে ওই সুদুরগামি,
এই পথ ধরেই ফিরে আসব তা জানি ।
শুধুই বিরহ, বেদনা, যন্ত্রনা সাথে থাকে
প্রেম, প্রীতি, অনুভব হয়ে যায় পর- তবে ।
যাকে সূর্য্য আলো দেয় - ইতিহাস ঊত্সবে,
তুমি তাকেই শতাব্দি ভেবেছিলে - সেই কবে !
আমি আজ নিমন্ত্রন পাইনি চাদ - তারাদের ঘরে,
নির্জলা ঘরে প্রদীপ জ্বালাই- রোজ প্রত্যাশা করে ।
প্রতিদিন সূর্যের জন্মদেখি আমি । এখনো নিষিদ্ধ
আমার সাবালক হওয়া - যাক যাকে বলে আবদ্ধ !
রসে বসে থাকা প্রথম শ্রেণীর নাগরীক আজ ।
ধর্মব্যাপারী - সংবিধান - আর আমার সৃষ্টিছারা ?
আমি ভোট দিতে যাবই - আমি সাবালক আজ !
আমিই মুকুটহীন সম্রাট - প্রজারা পরেছিল সে তাজ ।