কতদিন হল কোন খবর পাইনি তোমার
ভেবে ছিলাম বর্ষা নামলেই দেখা হবে আমাদের
কাল গেল কালান্তরে
আমি জানি তুমি অভিমান করতে জানোনা
বিরহ আসছে অজান্তে
হায় ! বিরহ কি তুমি তো তাও বোঝনা
তোমার বাগানে শিউলি ফুটেছে নিশ্চয়
এখানে পুজো পুজো গন্ধ বাতাসে বয়
তুমি কি এখনও জোস্নায় একা জেগে থাকো - লাগে ভয়
কোন অচিনপুরের দেশে আছো ভেষে
এখন দিবারাত্রি কেবল আমায় দেখে হাসে
বুঝিনা আমিও সময় কে করব কি করে জয়