ভাবছ বুঝি তুমি ...
কেন এ কথা ভাবছি আমি !
আনেক পথতো এখনো বাকি পরে...
যেতে হবে আনেক আজ কাল পেরিয়ে দুরে ।
বিপর্যস্ত বিপ্লব বিঞ্জাপনের ভীরে জিবন..
বিবদমান বিতর্কে বিবর্ণ সময়
আজও শুন্যতার ছবি- রুপচর্যায় বয়
শেষ মেষ কোলবালিশে ঘুচে যাওয়া ক্ষণ ।
ভেজা ভেজা চোখে কিছু সময় কে দেখি
দেখ - আজও কাদতে জানিনা আমি!
আমার সকল সময় কেবল তোমার জন্যই রাখি
সর্বংসহ করে -সে কথা কি ভাবছ তুমি ?
তুমিও তো তপস্বির কথা ভাব ...
ভাব - আগামির নতুন জিবনের কথা
তুমি দিন শেষে পুরিয়াধানশ্রীতে মগ্ন রবে
আর আমার কবিতার কথা বিবক্ষিত যথাতথা ।