প্রকৃতি তোমাকে টানে বারেবার , দেয় জানান
পাহাড় - ঝর্ণা কিংবা সমুদ্রের ফেনা অফুরান
আমার কেবল একটি শরীর , একটিই জীবন
কুঁড়ি সব ফুল হয় , বসন্তে পাখিও গায় গান ।
আজ যদি ফিরে এলে উদ্বেল সমুদ্র ঠেউ নিয়ে
আঘাত করো বারেবারে - এ হৃদয় সৈকতে
লক্ষ্যে , হাজার জনমের জ্ঞান - গরিমা হোক ম্লান
এ অনুভূতির নিবিড় গভীর মুহূর্তের তরে।
আমরা বিদায় জানাবো না কোনোও দিন
আমরাই বারেবারে এভাবে ফিরে আসবো বলে ।
তোমার খেলা এবার কি সমাপ্ত হলো ?
সেদিন বৃষ্টি - ঝরা সন্ধ্যায় যখন বিদায়
নিতে চেয়েছিলে , তোমার স্পর্শ আমায়
অতৃপ্ত রেখেছিল , বিহ্বলতায় ছিলো দৃষ্টি
বাইরে আবছা অন্ধকারে , কালো গাড়িটি
ছিলো দাঁড়িয়ে , সেও গন্তব্যে নিয়ে যাবে বলে
আমি তোমাকে বিদায় জানাইনি কোনোদিন
ফিরে আসবে , সে প্রতীক্ষায় থাকবো বলে ।
শরীর - মায়া , ছলা - কলা থাকবে না চিরকাল
কিন্তু অন্তরাত্মা ? কখনোই ছাড়েনা সে পিছু টান !