আমি সরকারি হাসপাতালের যন্ত্রপাতি
ভালো থাকি না কখনও
ভালো থাকা হয়না
সম্ভাবত ভালো থাকতে দেয় না আমাকে কোন অদৃশ্যশক্তি।
আমাকে ক্রয়ের জন্য বড় বড় টেন্ডার হয়
হয় বড় বড় বাজেট।
অতঃপর আমি আসি জার্মান, জাপান, কোরিয়া কিম্বা থাইল্যান্ড এর মত দেশ থেকে।
আমি আসি সাত সমুদ্র তেরো নদি পাড়ি দিয়ে
হয় জল পথে কিম্বা আকাশ পথে
অনেক বিলাস বহুল কার্গোতে।
আমি আসি, কত ক্লান্তি শেষে,
আসি কিন্তু ভালো থাকি না।
আসার পরেই আমি অসুস্থ হয়ে পড়ি
আসলে আমি তো আসি ভালো না থাকার স্থানে।
ভালো থাকলে কি কেউ এখানে আসে?
সবাই তো আসুস্থ হয়েই এখানে আসে।
হয়ত আসার ক্লান্তি সইতে না পেরে আমি অসুস্থ যায়।
পঙ্গু হয়ে যায় চির তরে।
ustc hospital Chittagong
02/05/2016
09.36 am