এটাকে কি বেঁচে থাকা বলে?
বেঁচে কি থাকা যায় এভাবে?
রাস্তার ফুটপাতে,
রেলষ্টেশানের প্লাটফরমে,
নর্দমার কোটরে,
কার্লভার্টের ভিতরে!
চাল চুলোহীন
বৃস্টিতে, বর্ষায়, শীতে, রৌদ্রে
এটাকে কি বেচেঁ থাকা
বলে কেউ?
অনাহারে, অর্ধহারে, বুভূক্ষ
সিয়ামহীন বারোমাসী রোজা,
কে বলে এটাকে বেঁচে থাকা?
মা বলে-’তুই বড় হয়ে
একদিন সংসারের হাল ধরবি’।
মায়ের এহেন কথায়
আমার বড্ড হাসি পায়।
মাকে আর বলা হয় না
হয়ে উঠে না,
মা তুমি সংসার বল কাকে?
যেখানে খাওয়ার মত খদ্য নেই,
খাবার খাওয়ার পাত্র নেই,
পানি খাওয়ার গ্লাস নেই,
গায়ে গলাবার মত বস্ত্র নেই,
চিকিৎসার করার মত অর্থ নেই।
তাকে তুমি সংসার বল?
সংসার তো তাকে বলে
যেখানে জাজিম অথবা পুরু ফোমের
মেট্রেসপালঙ্ক আছে,
পাশে ছোট্ট অথচ দামী টি টেবিল।
আছে সুপ্রস্ত ডাইনিং, ড্রইং,লিভিং
আছে মাস্টার বেড উইথ বাথ,
বাথ রুমে বিদেশী সাবান, পারফিউম
সাথে রঙ্গিন পানির ফোয়ারা,
বিদেশী বাথটাব,
সাওয়ার, সাওয়ার মিক্সার ইত্যাদি।
আর আমরা?
আমরা ছেঁড়া অথবা কাঁথাহীন ফুটপাতে।
ফুটপাতে পড়ে থাকি ফেলনা-ঝেলনা
মূল্যহীন দ্রব্যের মত।
আমাদেরকে মূল্যবান ভাবার মত
কেউ নেই। কেউ নেই-
আমাদের দুঃখ-দুর্দশা দেখার মত।
তবে হ্যাঁ আমাদের আবার
দাম বাড়ে । দাম বাড়ে-
পিয়াজের যেমন দাম বাড়ে
সেসন গেলে।
তবে এখনে পিয়াজ এবং আমাদের মধ্যে
একটা পার্থক্য আছে।
পিয়জের দাম বাড়ে সেসন গেলে
আর আমাদের দাম বাড়ে
সেসন এলে। ভোটের সেসন।
তখন আমাদের মূল্যবৃদ্ধি পায় গজদন্তের মত।
আমরা বাবুদের শ্রদ্ধার পাত্র হয়ে উঠি
হয়ে উঠি ক্ষমতার উৎস।
তখন নাকি আমাদের এক একটা ভোট
অনেক মূল্যবান। দেশ এবং জাতী -
গঠনের অমূল্য হাতিয়ার।
খুলশী, চট্রগ্রাম।।
।।৩১/০১/২০১৫ ইং।। ০৭:৪০ pm।।