সকাল গড়িয়ে দুপুর
দুপুর গড়িয়ে আসে রাত
সারাদিন ঝড়-ঝঞ্ঝা
তুমুল বর্ষণ চলে আর বজ্রপাত
এভাবেই জীবন চলে
ক্ষয়িষ্ণু পাথরের মতো
আলো তো আসে না কোনোদিন
ধোঁয়া-ভরা অন্ধকার যতো
পূর্ণিমার রাত এসেছিল চোখের তারায়
ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম চোখে নিদ্রাহীন
দপ করে নিভে গেল সে-রাত্রির শিখা
যখন ফিরিয়ে নিলে মুখ হয়ে জ্যৈষ্ঠ-দিন
পরীরা সব খেলা করে সমুদ্রতটের ওপর
ঝাপসা চোখে খুঁজি এখনো তোমাকে এখানে-সেখানে
সেই চোখ, সেই হাসি, সেই অবয়ব
মিতালি ভাঙলে কেন বলো তো আমায় কানে-কানে
জানি, তুমি বলবে একটি কথাই:
ওসব তো ছেলে-খেলা ছিল
তুমি ছিলে বিষম গরিব
তাই আমি ভেবেও ভাবিনি ...