তন্বী শ্যামা, উচ্চতায় পাঁচ ফুট
শান্তপদী, কান্তিময়ী
আামি পাঁচ ফুট দশ
ফর্সা এবং উচ্ছল
এদিক ওদিক তাকিয়ে
একদিন চোখ দিয়ে বলেছিল :
আমি তোমায় ভালোবাসি,শিব!
তারপর আমার চেতনায়
কেবলই সে আর সে
তিন বছর কেটে গেল
ইতিমধ্যে হানা দিল হায়েনারা
আমাদের ভালোবাসা শহীদ হয়ে গেল
নতুন স্বপ্ন এল তার চোখে
চাই গাড়ি বাড়ি,
অলংকার,শাড়ি
এক কুবেরের গলায় মালা পরিয়ে
দিল্লি চলে গেল
হয়েছে পুত্রকন্যাবতী
ধনে জনে সম্পূরিত সংসার
পেয়েছে বাড়ি গাড়ি টাকা...
এসব শরীরের দাম
পেল সব
যা পেল না তা হল
পুরানো পাজামা পরা তরুণের কাছ থেকে
হাত-ভরা এক রাশ টগর
যা এই দরিদ্র তরুণ তার উদ্দেশে
কংসাবতীর স্রোতে অর্পণ করেছিল