কথা ছিল তুমি আামার পাশে থাকবে
আমাকে নিয়ে ঘর বাঁধবে
একটা আমাদের পড়ার ঘর, একটা খেলার
পড়ার ঘর হল, খেলার ঘর হল না
তুমি চলে গেলে অন্যের হাত ধরে
টেক্সাসে,তেপান্তরে

আামার চেতনায় এখনও বসে আছো তুমি
কল্পনায় দেখি তোমার গৃহস্থালি
সোহাগের তাপে তোমার পরিতৃপ্ত মুখ
গা-ভর্তি গয়না,দামি নীল শাড়ি
আমার ঘর হল না, থেকে গেল বাড়ি