এক দিন চলে যেতে হয়
আপ মেল ঝমঝম করে
শালবনী স্টেশন ছেড়ে
দুর ঠিকানায় পাড়ি দেয়
সুবর্ণরেখা তীরে বালুচরে
কত শৈশব হারিয়ে যায় ।
ব্যস্ত শহরে রূপালী ধাঁধায়
মথ পোকা অনবরত পুড়ে
শেষে ছাই পড়ে রয় ধুলায় ।
জিয়নকাঠি শুধু কল্পনায়
রূপকথা শুধুই মিথ্যা মায়া
জীবন এখানে বন্দি বন্ধ খাঁচায় ।
অহংকারী সমান্তরাল মন
হয়তোবা মেলে এই ছলনায়
ভালোবেসে কত সহযাত্রী
উপনীত নিঃসঙ্গ ঠিকানায় ।
সুবর্ণরেখা তবু বয়ে যায়
স্টেশনের প্রতিক্ষা ঘরে
অতন্দ্র রাতের প্রহরে প্রহরে
জোনাকি আলো জ্বালায়,
এখন ক্লান্ত বিহঙ্গেরা
ফিরেছে আপন কূলায় ।