আবছা আলোয় উজ্জ্বল ছিলে সেদিন
তুঁত রঙা শাড়ি পরে ছিলে যতনে,
আঁখি পল্লবে কাজলরেখা, কাঁচটিপ কপালে ।
পড়ন্ত বিকেলে প্রথম যখন এসেছিলে
জুঁইগুচ্ছ গাঁথা ছিল বিন্যস্ত কুন্তলে
মিষ্টি এক গান গেয়ে ছিলে সেদিন
সেই সুর অনুরণিত ছিল শ্রবণে ।
দিনচর্যায় ব্যস্ত এখন, সবই যেন দিশাহীন
সময় কাটে, আবর্তনে মাস বছর দিন...
সমুখে অনিশ্চিত আঁধার কত দিন ?
তবু সেই পুরন মুহূর্তটুকু আজও অমলিন
আবছা আলোয় উজ্জ্বল ছিলে যেদিন ॥