তুমি যদি পারিজাত ফুল দিতে
তোমাকে একটি কবিতা দিতাম,
তুমি যদি ইছামতী নদী হতে
তোমার কাছে ভালবাসা চেয়ে নিতাম ।
তারপরে ফুলের কাছে নদীর কাছে
তোমার ভালোবাসার কথা শুনিয়ে
সাত জন্ম কাটিয়ে দিতাম ।
তুমি যদি সাথে সাথে থাকতে
আমাকে কাছে ডেকে নিতে
আমি অনেক দুরে চলে যেতাম ।
তোমাকে নিজের করে পেতে
অরন্য পথে পাহাড়ে চঞ্চল ঝর্ণায়
দিনের পর দিন তোমাকে খুঁজে বেড়াতাম ।
মহাদেশ দুরে সাত সাগর পারে
তোমার অপেক্ষায় থাকতাম ।
দিনের পর দিন মাসের পর মাস
একের পর এক বছর ঘুরে যেত,
নাবিকেরা ফিরে আসতো বন্দরে
সমুদ্রযাত্রা শেষে চেনা স্পর্শ পেতে ।
আকাশে রূপালী পাখির ডানায়
অসংখ্য সূর্যাস্তের শেষ আলো
অসংখ্য প্রথম রোদ্দুর চুমে যেত,
তবু আমি দুরে দুরে থাকতাম ।
আমার প্রতি মূহুর্ত প্রতি পল
তোমার কাছে সারা জীবনের ধার,
আমার জমাপুঁজি সবই আজ শূন্য
তাই ভালবাসা চেয়ে নিতাম ।