নিজেকে এখন ভেঙে যেতে দেখছি
ব্যথায় তিলে তিলে ক্ষয়ে যাচ্ছি. ..
নদীর পাড়ের ভাঙনের মতো,
উপত্যকায় ধ্বসের মতো ।
ভোরে ফোটা ফুলের রঙ গন্ধ
মুছে গেছে অপরাহ্নে
যেমন ঝড়ের মুখে শুকনো পাতা,
জীবন উড়ে খড়কুটির মতো ।
এখন সবুজ দিনের কথা শুধুই ফাঁকা
আকাশের নীলে আঁকা রয়েছে ব্যথা
বিষন্নতা অতল অন্ধকারের মতো ।
নিজেকে এখন ভেঙে যেতে দেখছি....
ব্যথায় তিলে তিলে ক্ষয়ে যাচ্ছি....
--- শিবব্রত