বিধ্বস্ত এক মানুষ তাড়া করে
অবিন্যস্ত বেশবাস, শুকনো ব্যাকুল মুখ ।
তার পরে সুপ্তির অন্ধকারে সময় হারিয়ে যায়
অথৈ দীঘির অতল থেকে আবার বুদ্ বুদের মত
আধো জাগা চেতনা আলো খোঁজে ।
আবার কখনো ভয়ার্ত স্বত্ত্বা জুড়ে
অবিনাশী ঘুন পোকা বাড়ায় অসুখ ।
তার পরে রাত বাড়ে নির্ঘুম ঘামে ভেজা তৃষ্ণায়,
কবেই রঙিন দিন মুছে গেছে ছায়ার মত
এখন ধূসর দিন আমাকে খোঁজে ।