বুড়ির চুলের মতই ভাসতে ভাসতে
ছড়িয়ে পড়ে মন থেকে মনের গভীরে
সহজেই ঠাঁই পায় থিতু হতে থাকে
শেষে অবাধ আগাছার মত বাড়ে ।

অথচ নিবিড় আঁধারে ডুবতে ডুবতে
নিমেষে আলোক উজ্জ্বল হতেও পারে,
রাত্রির  ঘুমের দেশের দুঃস্বপ্ন জাগরণে
হয়তো চিরতরে মুছে যেতেও পারে ।

সকাল আসতেও পারে পলাশ ফুলে
আদুরে রৌদ্রে আনন্দের গন্ধ মেখে,
শঙ্খচিলের দুরন্ত ডানা থেকে খসে পড়া
পালকের মত হারিয়ে যেতেও পারে ।

জীবন এখনও সাক্ষর ছাড়াই এক ছবি
ধূসর বিষন্নতা মনের ক‍্যানভাস ভরে
অথচ বৃষ্টিশেষে মেঘ কেটে গিয়ে
রামধনু রঙ আকাশ ভরে দিতে পারে ।