চলে যেতে পারি নির্মোহ সব ছেড়ে!
এখন ঝরা করবী বিছানো আমার প্রাঙ্গণে
চাঁদের আলোয় ভেসেছে আকাশ চরাচর
মুছে গেছে সব কলঙ্ক দাগ দুর্ভর ।
তাই অবিচল প্রত্যয় এখন মনে
না অনল না মরুভূমি, নেই কোন আগল
নেই কোন বাধা, এই সন্ধিক্ষণে ।
দিনের পর দিন শুধু গতানুগতিক রিক্ততা!
এখনই বাদল মেঘে বৃষ্টি নেমেছে অঝোরে
চেনা শহর গলি থৈ থৈ গেছে ভরে ।
তাই অবিচল প্রত্যয় এখন মনে
না সাগর না স্রোতস্বিনী, নেই কোন আগল....
নেই কোন বাধা, এই সন্ধিক্ষণে ।
নিভেছে সন্ধ্যাদীপ আঁধারে দমকা বাতাসে!
সায়র তরঙ্গে ভেঙ্গে খান খান প্রতিবিম্ব ছায়া
সাগর অতলে শঙ্খমালা দ্বীপ আজ নির্জন মায়া
তাই অবিচল প্রত্যয় এখন মনে
না অতীত না ভবিষ্যত, নেই কোন আগল...
নেই কোন বাধা, এই সন্ধিক্ষণে ।
নকল ফুলের স্তবকে রয়েছে গৃহ সাজানো!
উজাড় বনে সবুজ পাতা এখন বিবর্ণ
হলুদ পাখি হারিয়েছে নিজবাস অরণ্য
তাই অবিচল প্রত্যয় এখন মনে
না প্রেম না পিছুটান, নেই কোন আগল...
নেই কোন বাধা, এই সন্ধিক্ষণে ।
নীড়হারা পাখি দিগন্তে ভাসায় ডানা
দিন শেষ হয় আঁধার রাতের ছায়ায়
রাতের শিশির বিলীন ঊষসী ঊষায় ।
এইতো সময় শুভ ক্ষন এই মুহূর্তে
এখনই তো পারি চলে যেতে।।