হাতের মুঠোয় এক টুকরো
আকাশ চেয়ে ছিলে
না কি একটু মাটি,
যে আকাশ বিথানে গ্রহতারা
ঝিকিমিকি উজ্জ্বল ।
যে মাটি জীবন ধাত্রী
সর্বংসহা অনুপল ।
খোলা হাওয়া চেয়ে ছিলে
না কি একটু বৃষ্টি,
যে হাওয়া হাস্নুহানার সৌরভ
যে বৃষ্টি নদীর স্রোতের মতো
প্রানবন্ত  উচ্ছল।
ঘুমভাঙা সকাল চেয়ে ছিলে
না কি একটু উড়ান,
যে সকাল আলোর প্রতিশ্রুতি
যে উড়ান অনিরূদ্ধ
ভাঙনের শৃঙ্খল ।