ভোরে আঁকা আল্পনা মুছে যায়
দীপশিখা জ্বলে নিভে সন্ধ্যায়
কখনও আকাশ ভরা জ‍্যোৎস্না
কালো মেঘে রূপালী চাঁদ ঢেকে
অনাকাঙ্ক্ষিত আঁধার ঘনায়।

এই পৃথিবীতে জীবনের গান
সকালের রোদের প্রত‍্যাশা ।
অথচ চলে যেতে হয়...
সকালের রোদ ওঠার আগে,
দীপশিখা নেভার আগে,
যখন জ‍্যোৎস্না নিশীথে
বানভাসি আলো চরাচর ভরে...

ছায়াপথে পৃথিবী থেকে দুরে
মাটির পৃথিবীর যাত্রাশেষে
এক আগন্তুক নক্ষত্র
অনন্তের যাত্রাসূচনা করে ।