একটি কদম; শ্বেতশুভ্র
বিচ্ছিরি ফুল— যদিঃ
আমি বললে হাওয়া হয়
পাতালের সুরুঙ্গে বসে ঘুমায় ঠোঁট
আবার বলি, গন্তব্য কে?
প্লাস্টিকের স্যাশেটে বন্দী ঘাড়
মাইগ্রেন বললে দেয়াল জুড়ে সমগ্রতা
সেদিন নাকি প্রেম হোলো বৃষ্টি—
উফ্! এসব জমিয়ে লাভ নেই আজকাল
রাবারের দৈত্য খুন জানে বিছানায়