বুকের ভেতর অন্ধকার
চোখের শরীরে আহত শরীর, এই
তোমার মুখোমুখি বসে স্বপ্ন শুনব
আঁকব, বোহেমিয়ানদের নিস্ফল গিটারের সুর
তবুও রাত্রিদিন–
তুমি আড়াল পোশাকে ঢেকে দাও আব্রু
আমি একপ্রস্থ অসুখে বিবর্ণ, অতীত খুব।
মেঘ বললো তুমি গল্প এবার মিথ্যে!
আমি আমরা মিথ্যে?হয় কখনো?
কিভাবে ভুল হয় আঙ্গুল ছোঁয়া পথ,
এই সমুদ্র, এই শহর, এই..
ভালোবাসি আজন্ম মায়াগুলো, ভুল খুব