রেলগেটের এপাশে সারিবদ্ধভাবে দখল
এসিস্ট্যান্ট পাতা খুলে বললো—
ঘুম নেই, ঘুমন্ত পাখনায় বিবর্ণ চোখ;
ঢেউগুলো কেমন যাচ্ছেতাই!
আমি হতাশাগ্রস্থ যুবকটিকে ছুঁয়ে দেখব
পাতায় টাকার গন্ধ কই?শুঁটকির গন্ধ!
কবিতাগুলো ঝালমুড়িওয়ালা ছিঁড়ে খাবে
চোখদুটো বন্ধ রাখি চুপচাপ।
বিবিধ হিসেবে অপরাধ-রাত-প্রেম—
যুবক ধোঁয়া দেখে আঁধারে হাসে।