১.
শূণ্য ছবিঘর
বাতাসের গায়ে চন্দন
আমি নেই পাখিদের ঘুম রেখে
মন পাড়ি দেয় মহাসমুদ্রের পথ
মানুষ বন্দি করে রেখো দুচোখে
২.
কথা ছিলো চাঁদ আসবে-
বৃষ্টির নিমন্ত্রণ পেয়ে ভুলে গ্যাছে সমুদ্র !
চোখের বা'পাশে বাড়ি হবে?
নদীগুলো অন্ধকারে ডুব দেয়..
ভিতরে জ্বলে যায় প্রলাপের গান,
সমুদ্র; সখিরে কি তুমি দ্যাখো?
৩.
ঘুম ও মেঘেদের দূরুত্ব বুঝে গিয়েছি,
বিকেল টা অন্ধকারে কাটুক...