রাত-জন্ম আর দুনৌকোয় কেটে যায়
বসন্তের বালিহাঁসেরা উডে চলে
পালকের গন্ধে স্রেফ অন্তঃসত্তা কুকুরের বংশবৃদ্ধি হয়—পাখিদের শব্দে আমার বিকেল শেষ !
ঘুরপাক খাওয়া জলের জীবনে আমি অনাকাঙ্খিত অতিথি, মাছেদের বাড়ি খেয়ে ডুবে যাব সমুদ্রের খোঁজে। রাতগুলো বাড়ে ব্যথার পাহাড়ে শূন্য পেয়ালা পেতে!
বাদামের খোসাসহ লম্পট জিভে অতীতের ছন্দেরা বোকা হয়ে আছে। জল খাবি খায়। মাছ জালে ধরা দেয়।
জীবন আলোর খোঁজে অপরিপূর্ণ..
২৩ মার্চ ১৫