কেউ একজন হৃদয়ের করিডোরে ভালোবাসা নামক যন্ত্রের বাসস্থান বানাবে। যেমনটা কাকের শহরে বেমানান সুন্দর পাখি। নিশীথের প্রেমডুবোচরে আটকে আছে হলদিয়া রঙ্গের আয়নার চিহ্ন। এরপর মিল নেই। দীর্ঘকাল বুকের বাপাশে অযত্নে বড় হয় বেজন্মা কবিতার দল। কবি অবেলায় বাদামের ঠোঙ্গায় নৌকো বানায়—কবি একদিন ভালোবেসে ছিলো!
০৪ ফাল্গুন ১৪২১