আমি সমুদ্রের গান গাইতে গিয়ে ভুলে গিয়েছি পথ
নিশ্চল সে অভিমুখ; পাহাড়ের শরীর বেয়ে চলে–
তুমি, আমার একটি নাম পুরো পথ জুড়ে..
ভালোবাসি নিশ্চয়ই জলের বৈভবে অথৈ অন্ধকার!

এরপর?দূরত্বের মতো আঁকি বিষম ভয়
চোখের ছাউনিতে যতো নিষ্ফলতার গল্প
পালিয়ে যাওয়া পথ
এ হাওয়া
চাঁদের মুখ
আর হঠাৎ করেই ঢেউয়ের টান!
তোমাতেই ফিরে আসি আমি বারংবার..

প্রিয়,
ভালোবাসা নিও।