আত্মমগ্ন এক ভুল–
প্রচণ্ড উত্তাপে ঘুম হলো চাঁদের চোখ'র।
সেসব, বানোয়াট ভালবাসা, তুমি
চোখের অন্যপাশে তাকালে দেখতে..
শরৎ ভুল জমে পাহাড় পাহাড় খেলা
একগুচ্ছ গোলাপ;
কিছু মিথ্যে সাইরেন, চক্রাকার ছায়া
আমি অনেকটাই ভুল!
তুমি যত্নে শোনো, ভালোবাসি
তুমি যত্নে ভুলে যাও, উন্মাদ এক!
শিউলির পাতায় আঁকা অক্ষর প্রেম
তিমির চোখ'র পাঁচ-চার-তিন
একগ্লাস আদর জমালে তুমি শোনো আমায়?
আর একদিন বাঁচলে আমি বহুদিন মরে যাই,
ভুলগুলো সমুদ্রে ডুব;- তবুও
এসো, আড়ালে সেসব ভালোবাসি ভালোবাসি চলুক।