পায়রাগুলি আমড়া গাছে
বসে বসে পাখনা বিছে!
পূর্বাকাশে সূর্য ওঠে
বিকাল গড়িয়ে সন্ধ্যা মাঠে।
মিষ্টি কোকিল গান শোনায়
বকগুলি সব জল আয়নায়!
মাছ ধরে খায় মাছরাঙায়
সূর্য ডোবে মেঘ ভাঙায়।
মিষ্টি আকাশ হেসে ওঠে
তারারা সব আকাশ মাঠে!
সাতটি তারার জিজ্ঞাসাতে
কালপুরুষের তীর হাতে।
সে ছিল এক মহাবীর
নীলপৃথিবীর নীল নদী তীর!
ফাঁকা মাঠে আজ শেয়াল ডাকে
সূর্যাস্ত পাহাড়ি ফাঁকে।
হঠাৎ এক পেঁচা ডাকে
নিয়তি তখন আকাশ লেখে!
সে ছিল এক লক্ষ্মী পেঁচা
জ্যোৎস্না রাতে ভুতের নাচা।
সেদিন ছিল জ্যোৎস্না অগাধ
গভীর রাতে পূর্ণিমা চাঁদ!
=☆=