নয়ন আমার ময়ূর আলো
কৃষ্ণ আমি ভালো
তুলসী বনে গান ধরেছি
রাধা মিষ্টি হাসল।
মধুর সে রাত কৃষ্ণচূড়া
ফুল ফুটেছে বনে
জ্যোৎস্না রাতে মেঘ ওড়না
চাঁদ উঠেছে মনে।
নয়ন আমার মিষ্টি হাসি
তোমায় ভালোবাসি
ময়ূর বনে গান গাইছি
রাধার মিষ্টি হাসি।
সে হাসি চাঁদের আলো
মিষ্টি মন এলো
মধুর রাতে কৃষ্ণচূড়া
ফুটেছে ফুল ভালো।
আকাশ হাসি তারার মেলা
বাতাস করে খেলা
নয়ন আলো কৃষ্ণচূড়া
ফুল ছড়ানো মেলা!
=☆=