দিশেহারা মন
খুঁজে এক জীবন
সাথী তুমি কোথায়?
তুমি মন আপন
হৃদয় আলো জীবন
আঁকে আকাশ তোমায়!
ময়ূর বন
কৃষ্ণ কখন
বাজিয়েছিল বাঁশি।
সে বাঁশি সুর
দূর বহুদূর
রাধার মুখে হাসি!
ঐ তো তুমি
অর্ন্তযামী
কৃষ্ণ আমি একা।
দিশেহারা মন
খুঁজেছিল জীবন
সেদিন তোমার ছবি আঁকা!
আকাশ নয়ন
রাতদিন সেজন
চন্দ্র সূর্য দেখা।
তোমার হৃদয়
আমার পরিচয়
মিষ্টি কবিতা লেখা!
       =☆=