#ভালোবাসার ষড়্ঋতু
একটু কাছে এলেই,
ফাগুনহাওয়া, রাঙায় মন-প্রাণ;
খানিক দূরে গেলেই,
ভাদর-দহনে, পুড়ে খানখান।
একটু ছুঁয়ে দিলেই,
কাজলচোখে, শ্রাবণ ঝরঝর;
চোখের আড়াল হলেই,
হৃদয় মাঝে, কালবৈশাখির ঝড়।
এতটুকু সোহাগ পেলেই,
ডুবে যায়, পৌষালি জোছনায়;
একটু অনাদর হলেই,
চাঁদবদন, ছেয়ে যায় অমানিশায়।
একটু রাগ করলেই,
বিনা মেঘে, বিজলি চমকায়;
একটু ভালোবাসলেই,
যায় ভেসে, শারদ-শেফালিকায়।
একটু দুঃখ দিলেই,
গৃহকোণে, গ্রীষ্মের দাবানল;
একটু সুখ পেলেই,
নয়নকোণে, খেলা করে প্রেমানল।