-:শিউলি:-
কলমে: শ্যামল সরকার
ছিলে ইন্দ্রপুরীর স্বর্গশোভা;
কে নিয়ে এলো এ ধরায় ক্ষণজন্মা করে!
এখনও আসো শারদের আগমনী বার্তা নিয়ে বারেবারে।
ছিলে রাজকন্যা, অপরাজিতা!
আদিত্যের সাথে ব্যর্থ প্রেমে দিয়েছ আত্মাহুতি,
নিজ দেহভষ্ম থেকে পুনর্জন্মে হলে শিউলি।
বিরহ প্রণয়ের আবেশ কাটেনি এখনও;
রয়ে গেলে বিফল অনুরাগে নিরব প্রতীকতায়।
কত যে ব্যথা তোমার পরাণে!
প্রণয় হবে না আর আদিত্যের সনে,
তাই ঊষালগ্নে ঝরে পড়ো অভিমানে,
অশ্রুবিন্দু হয়ে নিস্পন্দ শিশির শেফালিকায়;
বিরহ দহন জ্বালা সিক্ত করো নীহারিকায়!
সুশোভিত শুভ্র দেহ গৈরিক বসনে,
সুবাসিত মাদকতায় কুড়ায়ে যতনে,
হয়ে যাও বরণডালা, বরণমালা আরও কত-কী!
বাসর ঘরের প্রিয় আকর্ষী তুমি।
গাঁথা মালা শোভা পায় প্রিয়ের গলে,
শিউলি চন্দন ফোঁটা ভক্তের কপালে,
কিংবা কোন আরাধ্যের চরণকমলে।
তাই তো তুমি ব্যর্থ প্রেমের সার্থক হ্রস্বজীবন, স্বমূর্তি, চিরকালে।