নবজাতকের অঙ্গীকার
নিসর্গের ঝঞ্ঝার দোলায় চেপে স্বর্গ হতে মর্ত্যে;
বিদীর্ণ চিৎকার, ক্ষীণ দেহ অবসন্ন নিদ্রাচ্ছন্ন;
অমরাবতীর সুধা মাদকতার আচ্ছন্নতা চোখে মুখে;
দশ মাস বিরতিহীন দীর্ঘ যাত্রার, ক্লান্তি আচ্ছন্ন।
মুখে মুষ্টিবদ্ধ হাত - ক্ষয়িষ্ণু ধরার অভিজ্ঞাত,
উপোসির ভাষা, আরো কতো কী প্রতিবাদ!
মর্ত্যে তোমায় বাঁচতে হলে, করতে হবে অনেক কষ্ট;
স্বর্গে দেবতা-অপদেবতা, তারাও তো সব নয় এক;
এখন স্বর্গ-মর্ত্যের কোন ব্যবধান, দেখা যায় না স্পষ্ট;
মর্ত্যে মানুষের সাথে যুদ্ধ অমানুষ, অসুর আরও অনেক।
তফাত, অপদেবতার সংখ্যা অল্প, সহজেই হয় বিনাশ,
হেথায় অমানুষ, নরপশু আর অসুর গড়েছে সুখের আবাস।
আলোকিত হও, জাগাও ভেতরের তেজ ও মনুষ্যত্ব;
তোমার নিরাপদ বাঁচার জন্য দূর হোক যতো জঞ্জাল ভয়;
করো নাশ, অসুরের ত্রাস আর যত আসন, শাসন অমরত্ব;
হোক অসুরের ক্ষয়, হে নবজাতক, তোমার হবেই হবে জয়।