-:ভালোবাসার শৈলমালা :-
কলমে: শ্যামল সরকার
পাহাড়ের গায়ে পাহাড় অস্তমিত সূর্যের গোধূলি;
মনের রঙে ভেসে আসা সাদা মেঘের গীতালি।
আকাশতলে চঞ্চলা বায়ুর বেগে খেয়ালি মেঘ;
ঝরনার জলে পথ চলে আঁকাবাঁকা, এই বুঝি শেষ!
পাহাড়ান্তে আবার সীমাহীন বন্ধুর পথ, সর্পিল;
শিল্পীর তুলিতে আঁকা মাঙ্গল্য চিত্রকাব্য স্বপ্নীল।
মূর্ততার মাঝে তোমাকে খুঁজি না আমি, নেই বিশ্বাস;
তোমাকে খুঁজে পাই বিমূর্ততায়, নিসর্গের কারুকাজ।
পারিজাতের উচাটন মনে জাগে ভাব পরকীয়ার!
ক্ষতি কী?
যদি দেখি নয়ন ভরে বারবার, ফিরে ফিরে আবার!
অমরাবতীর সুধায় যদি যাই এলোমেলো হয়ে;
তবুও কিছুটা সময় থাকি তোমার বুকের পরে শুয়ে।