কবি, তোমাকে ফিরে আসতেই হবে
কলমেঃ শ্যামল সরকার
কবিতার আসর এখন নিঃশব্দ অন্তঃসারশূন্যে!
ক্ষমতার পক্ষাপক্ষের কলম নিলামে চড়া দামে।
ডানাভাঙ্গা শব্দগুলো কুঁকড়াচ্ছে
অন্তঃপুরে।
সবই চলছে প্রতিবাদহীন গড্ডালিকা প্রবাহে।
কিছু কবি আগেই আসন পেয়েছে রাজদরবারে।
কিছু কবি মুখে রঙ লেপে আলো আঁধারে,
কলমের খরিদ্দার খুঁজে সারি সারি দাঁড়ায়ে।
কিছু কবি পেটে মুখ গুজে ফুটপাতে আলোর আশায়।
কিছু কবি ব্যস্ত রাজ-আড্ডায় নিষিদ্ধ পাড়ায়।
কিছু কবি মানবতাবাদী পাঠকের
অপেক্ষায়,
পাঠকবিহীন কবিতার আসরে শূন্যপুরে।
পাঠকরা চলে যাচ্ছে অস্তাচলে, দূর-দূরান্তরে,
কবি কবিতারা আজ সব নির্বাসনে যমদুয়ারে।
কবি, এ কাব্যহীন আবাস তোমার জন্য নয়।
তোমাকে ফিরে আসতেই হবে কবিতার জমিনে।
নতুন করে আবার করতে হবে শব্দ চাষ।
শান্তির শব্দ, ভালোবাসার শব্দ, মানবতা ঘিরে।
উপহার দিতে হবে সব রাজা-বাদশাহর দরবারে।
যেন এক টুকরো শান্তি-স্বস্তি ফিরে আসে পৃথিবীর বুকে।
পাখিরা গাইবে ফুল ফুটবে নদী বয়ে যাবে কলতানে।
কবি, তোমাকে ফিরে আসতেই হবে কবিতার জমিনে।