এতদিন কেমন ছিলাম আমি
কলমে: শ্যামল সরকার
ঈশান কোণে ভেসে আসা ঘন কালো মেঘ থেকে ধরেছি বৃষ্টি;
রেখেছি চোখের জলে যেন না শুকিয়ে যায়।
যদি আবার দেখা হয়, বৃষ্টি দেখাব তোমায়।
তুমি বলে দিয়ো, তোমাকে ছাড়া কেমন ছিলাম আমি!
উদাস দুপুরে মেঠোপথের ধারে,
আনমনে ডেকে যাওয়া বিরহী কোকিলের কুহু কুহু ডাক;
কণ্ঠে ধারণ করেছি আমি, যেন না হারিয়ে যায়।
আবার যখন হবে দেখা, শোনাব তোমায়।
বলে দিয়ো, কেমন ছিল আমার বিরহ বেদনা।
আমি বিষণ্ন বিকেলের পড়ন্ত বেলা থেকে এনেছি সোনারোদ,
যতনে রেখেছি হৃদয়ের উষ্ণতায় যেন না ভিজে যায়।
যদি কখনো দেখা হয়, রোদগুলো শুঁকে দেখো তুমি।
এরপর বলো, এতদিন কেমন ছিলাম আমি!